বেলারুশ সীমান্ত থেকে ফিরেছেন ১৮৭০ ইরাকি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নভেম্বরের শুরু থেকে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকেপড়া ১ হাজার ৮৭০ ইরাকি অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে নিয়েছে দেশটির সরকার।
দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা গতকাল রবিবার (২৮ নভেম্বর) পর্যন্ত বেলারুশের রাজধানী মিনস্ক থেকে তাদের বাগদাদে নিয়ে আসে। 
ইরাকি এয়ারওয়েজ বোরবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবারও বেলারুশ থেকে ইরাকি অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত আনবে ইরাকি এয়ারওয়েজ।
মিনস্ক এয়ারপোর্টের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইরাকি এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭০-৪৪০ বিমান অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফিরত আনার কাজ করছে। এই মডেলের প্লেনটিতে সাধারণত ৪১২টি সিট থাকে।
তীব্র শীতে মানবিক সাহায্যের অভাবে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীরা মানবেতর জীবনযাপন করছেন। এখনও ইরাকসহ বিভিন্ন দেশের ৪ হাজার শরণার্থী ইউরোপে ঢুকার চেষ্টায় সীমান্তে হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় অপেক্ষা করছে। এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন মারা গেছেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পোল্যান্ড এসব অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। শীতের তীব্রতা বাড়ায় পরিস্থিতি খারাপ হওয়ায় বাকিদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে। (সূত্র: আনাদোলুর)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.