বেলাগাম দেশের অর্থনীতি

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশে চলতি মাস থেকেই বর্তমান কেন্দ্রীয় সরকারের অষ্টমবর্ষপূর্তি শুরু হওয়ার কথা। তারই মাঝে দেশের ক্রমশ মূল্যবৃদ্ধি নিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার তথা শীর্ষ ব্যাঙ্ক।
গত বৃহস্পতিবার সরকারের চরম অস্বস্তি বাড়িয়ে প্রকাশিত হয়েছে সরকারি পরিসংখ্যান। তাতে দেখা যাচ্ছে গত আট বছরের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে মূল্যবৃদ্ধি। খুচরো মুদ্রাস্ফিতির হার ৭ʼ৭৯ শতাংশ।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর আর কখনও এভাবে মূল্যবৃদ্ধির আকাশ ছোঁয় নি।
এদিন দুপুরের পর থেকেই আসতে শুরু করেছে দুঃসংবাদ। শেয়ার বাজারের বিপুল ধস।লাগাতার পাঁচদিন সূচক নিম্নমুখী।
সঙ্কট মেটাতে দেশের শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট অর্থাত ব্যাঙ্কগুলোকে প্রদেয় সুদের হার বাড়াতে চলেছে। শুধু তাই নয় খুব শীঘ্রই পরিস্থিতির সামাল দেওয়ার জন্য বিশেষ বৈঠকে মিলিত হতে চলেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.