বেলকুচি সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নে অসহায় শীতার্ত ৭শত পরিবারের মাঝে (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারী) বিকালে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীত নিবারণের জন্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
তিনি জানান,শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় শীতার্তেদের শীতের কষ্ট লাগবের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রম যতদিন শীত থাকবে ততদিন বিতরণ অব্যহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রমানিক, আব্দুল কুদ্দুস ভুট্রু,ইউপি সদস্য পিয়ারা খাতুন, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,বেলকুচি সদর ইউনিয়ন যুবলীগ নেতা এম এ মান্নান পলক প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.