বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকারের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল বুধবার সকালে বেলকুচি মডেল কলেজ অডিটোরিয়ামে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শামসুল আলমের পরিচালনায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলের বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন মন্ডল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমারদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজাউল করিম, প্রভাষক, আব্দুল বাতেন, মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভ, রওশন আরা বেগম, সদস্য নজরুল ইসলাম প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.