বেলকুচি পৌরসভায় জেলেদের মাঝে চাউল বিতরণ 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ অর্থবছরে ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে জাটকা ধরা ও সংরক্ষণ করা নিষিদ্ধের লক্ষ্যে সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকায় চল্লিশ জন জেলের মাঝে প্রতি জনকে ৮০ কেজি করে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়।
বেলকুচি পৌরসভা কার্যালয়ে নিবন্ধিত জেলেদের ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এসময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, সাবেক বড়ধুল ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর ফজলুল হক ফজল, ট্যাগ অফিসার আব্দুলাহ আলমতি প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.