বেলকুচি পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার ট্যাংক কাজের উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বেলকুচি পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার ট্যাংক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১২ জুন) সকালে বেলকুচি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প (GOB-IDB) এর আওতায় ওটার ট্রিটমেন্ট ও ওভার ট্যাংক স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র সাজ্জাদূল হক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ওয়ালীউল্লাহ্ বাংলাদেশের ২৩ টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহম্মদ,বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা,জেলা আ’লীগের সহ-সভাপতি ইসাহাক আলী তালুকদার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রমুখ।
এসময় বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা প্রতিবেদককে জানান,(GOB IDB) এর আওতায় ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে শুরু হবে।
পর্যায়ক্রমে পৌর এলাকার সকল বাসিন্দা বিশুদ্ধ পানি ব্যবহারের সুবিধা পাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.