বেলকুচি আন্তর্জাতিক শ্রমিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন পহেলা মে! ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যক সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ বেলকুচিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছ।
সোমবার (পহেলা মে) সকালে জাতীয় শ্রমিক লীগ বেলকুচি শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা ও শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন এবং বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ বেলকুচি উপজেলা শাখার সভাপতি সাহেব আলী সরকারের সভাপতিত্বে ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জেলা আ’লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা সাবেক যুবলীগের আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক চাঁন মোহাম্মাদ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মালেক তালুকদার, পৌর আ’লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম (শরিফ) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জনপ্রতিনিধিগণ, ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আ’লীগ যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ দলীয় সর্বস্তরের  নেতা কর্মী প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.