বেলকুচির শেরনর বাজারে শেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর শেরনগর বাজারের শেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বিকালে আনুষ্ঠানিক ভাবে বেলকুচি পৌরসভার বাস্তবায়নে শেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
তিনি শেরনগর বাজারে টিনসেড ঘর নির্মাণ ছাড়াও পৌরসভা কর্তৃক চলমান শেরনর বাজারে জনস্বাস্থ্য প্রকল্পের আওতায় পাবলিক টয়লেট ও নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় শেরনর প্রাথমিক বিদ্যালয় হইতে হুরমুজ চেয়ারম্যানের বাড়ি ভায়া শেরনর পূর্বপাড়া পর্যন্ত আর সিসি রাস্তার কাজের পরিদর্শন করেন।
এ সময় কাউন্সিলর আলম প্রমানিক, খামার গ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী সরকার, শেরনগর বাজার কমিটির সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সহ-সভাপতি  হাজী সুমন ভূইয়া, সহ- সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক মেম্বর নজরুল ইসলাম, বদিউজ্জামান মন্ডল, মোল্লা এন্টার পাইজের স্বত্বাধিকারী ইকবাল রানা, সমাজসেবক হাজী একরামুল সরকার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.