বেলকুচির বয়ড়াবাড়ী রাস্তার কাজের উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ডের বয়ড়াবাড়ি মরহুম রশিদ মাষ্টারের বাড়ি হতে হাফিজিয়া কবরস্থান মাদ্রাসা পর্যন্ত (UIIPRCC) রাস্তার কাজের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার বয়ড়াবাড়ী মরহুম রশিদ মাস্টারের বাড়ি হতে কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত কাঁচা রাস্তার উদ্বোধন করা হয়।
উক্ত রাস্তার কাজের উদ্বোধন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি বলেন, বয়ড়াবাড়ি মরহুম রশিদ মাস্টারের বাড়ি হতে কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় দীর্ঘদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। কাজ সমাপ্ত হলে আশা করছি চলাচলে মানুষের কষ্ট লাঘব হবে। বেলকুচি পৌর এলাকার কোন রাস্তা কাঁচা থাকবে না ইনশাল্লাহ। পৌর এলাকার নাগরিকদের জীবন যাত্রার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার নির্বাহি প্রকৌশলী তৌফিকুল ইসলাম, কনসালটেন্ট শামীম আরা, উপ-সহকারী প্রকৌশলী সিভিল নাসরিন আক্তার, ছাত্রনেতা রিয়াদ আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.