বেলকুচির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বিভিন্ন শারদীয় পুজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী সাজ্জাদুল হক রেজা।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্ব স্ব পূজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এছাড়া সে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেন। পরিদর্শন কালে মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাজাহান আলী সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজল হক খাঁন ঘোষন, বড়ধুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বেলকুচি পৌর কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিক, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মেজার হোসেন, বেলকুচি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু নাসের বক্কার, বেলকুচি সরকারী কলেজের সাবেক জিএস নয়ন আহাম্মেদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.