বেলকুচির তাঁতীদের মাঝে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে বেলকুচির তাঁতিদের মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। করোনা ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত তাঁতিরা এই সুতা ও কেমিক্যাল পেয়ে আনন্দিত।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় বেলকুচি তাঁত বোর্ডের আয়োজনে বেলকুচি পৌর সভার ৯নং ওয়ার্ডের তাঁতী সমিতির সদস্যদের মাঝে এ সুতা ও কেমিক্যাল বিতরণ করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ইউসুফ আলী।

সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ১ লক্ষ ৯৬ হাজার ৯৬২ কেজি সুতা এবং ৫০ লাখ টাকা মুল্যের ৪ লক্ষ ৮ হাজার ৬৭৯ কেজি সোডিয়াম বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাশেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক সুকুমার চন্দ্র সাহা, মহাপরিচালক কামনাশীষ দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা রোজিনা খাতুন, বেলকুচি তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত লিয়াজোঁ অফিসার কামাল আহম্মেদ, বাংলাদেশ তাঁতী সমিতির সভাপতি মনোয়ার হোসেন, বেলকুচি পৌর সভার ৯নং ওয়ার্ডের সভাপতি ইমরান আলী প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.