বেলকুচির কিশোরী খাবার না পেয়ে আত্মহত্যা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বাবার কাছে খাবার চেয়েও না পেয়ে ক্ষুধার জালা সহ্য করতে না পরে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দিয়ে ১ কিশোরী আত্মহত্যা ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সারে ৪ ঘটিকার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের ওয়াবদা খাদের উপড় বসবাসরত তাদের ঘরে এ ঘটনা ঘটয়।

নিহত কিশোরী আফরোজা খাতুন (১০) ঐ গ্রামের আলম শেখের মেয়ে। নিহত কিশোরীর পিতা আলম শেখ কাঁন্না জরিত কন্ঠে বলেন, করোনা ভাইরাসের কারনে সরকার বাহিরে যেতে মানা করয় কয়েক দিন ধরে কাজ করতে পারছিলাম না।

বাজারও করতে পারছিনা। বিকালে মেয়ে আমার কাছে খাবার চেয়েছে। আমি খাবার দিতে পারিনি। বাড়িতে খাবার না থাকায় রাগ করে ঘরের ধর্নায় গলায় ওরনা পেঁছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপরে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.