বেলকুচিতে ২১ জেলের কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল ধ্বংস 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমান আদালতে ২১ জেলের কারাদন্ড ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
গতকাল রমঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এসময় অবৈধ ভাবে মাছ আহরণকারী ২১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও জব্দকৃত ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান (অ.দা), নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্য অংশগ্রহণ  করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.