বেলকুচিতে স্মার্ট ফোন কেড়ে নিলো শিশুর প্রাণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় পরিবারের সাথে অভিমান করে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি ঝুলিয়ে রহিম আলম রিফাত (১২) নামের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১২ আক্টোবর) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সাতলাঠি গ্রামে এই ঘটনা ঘটে। শিশু রিফাত ওই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, রিফাত স্মার্ট ফোনে গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল। সেই বিষয়টি তার পরিবারের লোকজন টের পেয়ে তার কাছ থেকে গতকাল (সোমবার) ফোনটি কেড়ে নেয়। সকালে রিফাত তার পরিবার কাছে ফোনটি আবার ফেরত চাইলে তার পরিবার ফোন দিতে অসম্মতি জানালে সকলের অগোচরে তার শয়ন ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিটিসি নিউজকে জানান, আত্মহত্যা ঘটনা শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তবে এই বিষয়ে পরিবারের কোন প্রকার আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু জনিত মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.