বেলকুচিতে সাংবাদিকের সাথে নৌকা প্রতিক প্রার্থী মমিন মন্ডলের মতবিনিময়

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সমগ্র বাংলাদেশে উৎসব মুখরভাবে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি বেলকুচি চৌহালীতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে তারা মাঠে কাজ করছেন।
বিগত বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে এবং সমগ্রহ পৃথিবীতে এ দেশ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ইতি মধ্যেই দল নির্বাচনি ইশতেহার দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, বেলকুচি ও সিরাজগঞ্জ সদরে মাঝা মাঝিতে কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন নির্মাণ কাজ চলমান রয়েছে। এখানে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চরাঅঞ্চলসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন হয়েছে। অল্প কিছু সময়ের মধ্য বেলকুচি উপজেলায় মডেল মসজিদের কাজ শুরু হবে। পাশাপাশি এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়নও তুলনামূলক ভাবে বেড়েছে।
আগামী ৭ জানুয়ারিতে ভোটারদের উপস্থিতি থাকবে সর্বত্র। সকলের অংশগ্রহণে মধ্যদিয়ে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিঃ আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, জেলা পরিষদের সদস্য আল-আমিনসহ বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.