বেলকুচিতে সনি-র‍্যাংগসের নতুন শোরুম উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সনি-র‍্যাংগস বহুল পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড সিরাজগঞ্জের বেলকুচিতে সনি-র‍্যাংগস শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বেলকুচি পৌর এলাকার চালাস্থ লোকমানের বানিজ্যিক ভবনে এ শোরুমের উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জে পূর্বের ১টি শোরুমের সাথে নতুন শোরুম হিসেবে সনি-র‍্যাংগস বেলকুচি শোরুমের উদ্বোধন হলো।
এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির Sony BRAVIA LED 4K Google TV Sony হোম অডিও ও ভিডিও সিস্টেম।
থাকছে অফিসিয়াল LG 4K UHD, NanoCell TV Al Inverter রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন NeoChef মাইক্রোওয়েভ ওভেন ওয়াটার পিউরিকেয়ার ইয়ারবার্ডস।
সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা।
Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Kenstar সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে বেলকুচির এই র‍্যাংগস স্টোরে।
উদ্বোধন উপলক্ষে থাকবে ৭দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরও অনেক চমক।
গত ৪০ বছর ধরে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল
অফিসার মুস্তাফা ওয়াকি চৌধুরি এবং সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে যৌথভাবে বেলকুচি শোরুমের উদ্বোধন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.