বেলকুচিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শিক্ষক আব্দুর রউফ কমলের সঞ্চালনায় জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় প্রধানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.