বেলকুচিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও রাসেল দিবস পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস-২০২১” পালিত হয়েছে।
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্নবিশ্বাস এই শ্লোগানকে সামনে রেখে শেখ রাসেল দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পু্স্পস্তবক দিয়ে শ্রদ্বা জানান উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের কার্যালয় সভা কক্ষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক,থানা ভাপ্রাপ্ত কর্মকর্ত ওসি (তদন্ত) নুরে আলম,উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল,শিক্ষক রাসেদ হাসান জিন্নাহ, প্রফেসর সুব্রত পাল, সহকারী প্রোগ্রমার ইমান আলী,ভেটেনারী ডাক্তার রেহানা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম,সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল,সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.