বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের আওতায় ওমেন ফ্রিল্যান্সার ক্যাটাগরির “ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট” প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আইসিটি কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের বাস্তবায়নে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা ঈমান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ন-সচিব ও হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক জোহরা বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, তথ্য ও সেবা কর্মকর্তা, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রমূখ।
পিঠা উৎসব শেষে হার পাওয়ার প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের ৩য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সের ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন কোর্সের ৮০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.