বেলকুচিতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে  সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর আলী (৪০) কে গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা।
আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা এবং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়কে দায়িত্ব পালন করছিলেন।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা নিশ্চিত করে বিটিসি নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে যাই, রাতে রান্ধুনীবাড়ী বাজারে আকবর আলী (৪০) নামে যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেন তিনি। রান্ধুনী বাড়ী বাজারের ব্যবসায়ীরা ভয়ে সকল দোকান পাট বন্ধ করে চলে যায়। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.