বেলকুচিতে মামুন বিশ্বাসের সহায়তায় ৭০ হাজার টাকা পেল দুই প্রতিবন্ধী

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সমাজ সেবক মামুন বিশ্বাসের সহায়তায় ৭০ হাজার টাকা পেয়েছে দুই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চালা কলেজ পাড়া গ্রামের পিতা হারা দুই প্রতিবন্ধী ভাই বোনকে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত ৬৪ হাজার ও বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার পক্ষ থেকে আরো ৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
গতকাল রবিবার (১৪ মার্চ) দুপুরে বেলকুচি পৌরসভার সভা কক্ষে ৭০ হাজার টাকা প্রতিবন্ধীদের মায়ের হাতে তুলে দেয় বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও সমাজ সেবক মামুন বিশ্বাস।
গত মঙ্গলবার (০৯ মার্চ) ফেসবুক আইকন মামুন বিশ্বাস তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে প্রতিবন্ধী নূরনবী ও তার বোন আফরোজাকে নিয়ে একটি মানবিক পোস্ট দেন। এরপর থেকে তাদের জন্য দেশ-বিদেশে থাকা তার ফেসবুক বন্ধুদের থেকে ৬৪ হাজার টাকা সহায়তা আসে।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদূল হক রেজা, দ্যা বার্ড সেফটি হাউজের সভাপতি ও ফেসবুক আইকন মামুন বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.