বেলকুচিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) দিনব্যাপী উপজেলা মিলনায়তন হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার এবং ভার্চুয়াল বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমূখ।
উক্ত কর্মশালায় সরকারি কর্মকর্তা ছাড়াও পৌরসভার কাউন্সিলর, ইউ.পি চেয়ারম্যান, ইউ.পি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, এনজিও কর্মকর্তা, স্কুল কলেজের প্রধান, মসজিদের ইমাম, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, মেডিকেল অফিসার, বণিক সমিতি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.