বেলকুচিতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান ও মেয়র

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা পূর্ব পাড়া আল আকসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বেলকুচি পৌর এলাকার চালা পূর্ব পাড়া আল আকসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও কালিহাতি পৌরসভার মেয়র নুরুন-নবী সরকার। আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের প্রভাষক আব্দুল আওয়াল, বেলকুচি মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন, শাহজাহান আলী প্রামাণিক, শেখ মোহাম্মদ ফজলুল হক প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল আল আকসা মসজিদের ভিত্তি প্রস্তর থেকে শুরু করে মসজিদ নির্মাণে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং কালিহাতির পৌর মেয়র নুরুন নবী সরকার ১ লক্ষ টাকার অনুদানের ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.