বেলকুচিতে বীরত্বগাঁথা শোনানোর শততম অনুষ্ঠান উদযাপন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর শততম অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ জুন) বিকালে বেলকুচি উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় উপজেলার স্কুল কলেজ শিক্ষার্থীদের বীরত্বগাথাঁথা শোনানোর শততম অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডঃ নুরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবে সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, গাজী লুৎফর রহমান মাখন, আলহাজ্ব আব্দুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.