বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিও দোকান থেকে ক্রয় করা বিষাক্ত অ্যালকোহল পানে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ এমন মুনসুর আলী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ জন।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।
মৃতরা হলেন, উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে আবুল কালাম (৪৫), দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)।
এ ঘটনায় আবু হানিফ নামের আরও ১ জন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ এম মুনসুর আলী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে ৩ জন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বৃহস্পতিবার রাতে দু’জন সিরাজগঞ্জ এমন মুনসুর আলী জেনারেল হাসপাতালে মারা যান।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, বিষাক্ত অ্যালকোহল পানে দু’জনের মৃত্যুর পর হোমিও প্যাথ দোকানদার মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মোজ্জাম্মেল হককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.