BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী, কেক কর্তন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ই নভেম্বর) সকালে বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতালের আয়োজনে বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল থেকে বিভিন্ন পেশার মানুষকে নিয়ে র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতালে এসে শেষ হয়।

পরে বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের স্ক্রীনিং ও চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটলোজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ,বি,এম কামরুল হাসান।

তিনি বলেন, আমাদের দেশে অনেকেই জানেন না কার ডায়াবেটিস আছে আর কার ডায়াবেটিস নেই, ডায়াবেটিস একটি ঘাতক মরনব্যাধি। এ রোগ কোন দিন একেবারে নিরাময় হয় না কিন্তু ব্যয়াম আর খাদ্যাভ্যাস ঠিক মত করলে ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে। আমাদের এই বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই। মানুষ যেন কিছুটা হলেও ডায়াবেটিস সম্পর্কে সচেতন হয়। তাহলে মরনব্যাধী ডায়াবেটিস রোগ থেকে প্রতিকার পাওয়া যাবে।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতালের পরিচালক অজিৎ কুমার সরকার, শফিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ লিপি আরা, ধুলগাগড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ