বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে নৌকার দুই চেয়ারম্যান ও ইউপি সদস্য 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিনা ভোটে জয়ের পথে রয়েছেন নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী। এছাড়া এক ইউপি সদস্যও রয়েছেন সেই কাতারে।
এরা হলেন, বেলকুচি সদর ইউপিতে মির্জা সোলায়মান হোসেন ও দৌলতপুর ইউপিতে আশিকুর রহমান লাজুক বিশ্বাস। এরা দু’জনেই বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেনও বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছে।
বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উপজেলার ৬টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯টি বৈধ মনোনয়নপত্র জমা হয়েছিল।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ অবস্থায় বেলকুচি সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন ও দৌলতপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস একক প্রার্থী হিসাবে জয়ের পথে রয়েছেন।
এছাড়া দৌলতপুর ইউনিয়নের বর্তমান সদস্য আনোয়ার হোমেনও জয়ের পথে রয়েছে। বাকি ৪টি ইউপিতে ২০জন প্রার্থী রয়েছেন।
আগামী ১৪ নভেম্বর এ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ২৮ নভেম্বর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.