বেলকুচিতে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকের মাঝে সনদ বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বেলকুচি উপজেলায় ৩০ জন কৃষক কৃষাণীকে সরিষা সূর্যমুখী ও চিনা বাদাম চাষ বিষয়ে ৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আ,জ,ম আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার (প্রকল্প) আখেরুর রহমান,মোহাম্মদ আলী জিন্নাহ ও মিশুক আকতার প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.