বেলকুচিতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক মসজিদ কমিটির মাঝে বিতরণ

 


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রধান মন্ত্রীর দেওয়া মসজিদের জন্য অনুদানের ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সুত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে মসজিদ গুলোতে মুসুল্লী কম হওয়ার ফলে মসজিদের আয় ও ব্যক্তি অনুদান কমে যাওয়ায় ইমাম মুয়াজ্জিনের সম্মানী ও আনুসাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য পবিত্র ইদুল ফিতরের উপহার হিসেবে প্রধান মন্ত্রী দেশের প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান ঘোষনা করেন।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদ কমিটির সভাপতি ও ইমামদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রহমতুল্লাহ।

উল্লেখ, উপজেলার ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৪৪৭টি জামে মসজিদে ওই অনুদানের চেক বিতরণ করা হবে।

প্রথম অবস্থায় ১০ টি মসজিদে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.