বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর এলাকার শেরনগর গ্রামে পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের ১ জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিল।
স্থানীয় লুকেন মন্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরি কাটতে যান হঠাৎ মানুষের মত হাত দেখতে পায়। পরে বিষয়টা স্থানীয় লোকজনকে জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতর ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ। পারিবারিক ভাবে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিলো। কিছুদিন পূর্বে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে।
এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। তার পরিচয় মিলেছে, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.