বেলকুচিতে ন্যায্য মূল্যে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত “ফেয়ার প্রাইজ” বা ন্যায্য মূল্যে চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন ডিলার মোঃ রেজাউল করিম ঘর হতে ন্যায্য মূল্যে চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা করা হয়।
ভাঙ্গাবাড়ীসহ উপজেলার বিভিন্ন স্থানে পঁচিশ জন ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল বিতরণ করা হবে। উক্ত চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল কাদের, নুরুল ইসলাম তুহিন, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.