বেলকুচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপি’র প্রতিকি অনশন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপির প্রতিকি অনুশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) অর্ধদিবস বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তামাই বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবাদে অনশন করা হয়।
এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। জনগণের নিকট কোন দায়বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সব্জিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এসময় বেলকুচি থানা বিএনপির সদস্য সচিব বনি আমিন বনি, দৌলতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক পলাশ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন, যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক রিজন আহমেদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম সোহেল, জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.