বেলকুচিতে দশ দিনব্যাপী বিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) সম্পন্ন হয়েছে। গত ২০ আগষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রহমতুল বারী।
২০ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত প্রশিক্ষণে দৌলতপুর ইউনিয়নে ৩২ জন্য পুরুষ ও ৩২ জন মহিলার সমন্বয়ে মোট ৬৪ জন্য প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে নির্ধারিত বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন প্রশিক্ষণ প্রদান করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি সিরাজগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সাইদুর রহমান, ম্যানেজার আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক সিরাজগঞ্জ, দেশ দিন ব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছা: সোনিয়া খাতুন, ইউপি আনসার কমান্ডার খায়রুল হাসান, ভিডিপি দলনেতা আব্দুল আলীম ও ভিডিপি দলনেত্রী রহিমা খাতুন প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.