বেলকুচিতে জেলহত্যা দিবস পালিত 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলকুচি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ৪ নেতা ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের জাতীয় ৪ নেতা সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশর প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি, বেলকুচি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
আরও উপস্থিত ছিলেন, সাবেক বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, ৩নং ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, আওয়ামী লীগ, যুবলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.