বেলকুচিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময়

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, প্রত্যেক মা-বাবার সন্তান জন্ম হওয়ার অল্পদিনের মধ্যেই জন্ম নিবন্ধন করা জরুরি। তেমনি কারও মৃত্যুর পরে, তার মৃত্যু সনদও সংগ্রহ করা বাঞ্ছনীয়। যেহেতু জন্ম ও মৃত্যু সনদ প্রতিটি পরিবারে অফিস আদালত, স্কুল, কলেজ, আইডি কার্ডসহ যাবতীয় কার্যে প্রয়োজন হয়, তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের গুরুত্ব অপরিসীম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউপি সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.