বেলকুচিতে গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ৩ সন্তানের মা সুমা খাতুন (৪০) নামের এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে বেলকুচি এলাকার চনন্দগাঁতী ব্যাপারী পাড়া শয়ন কক্ষে  ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সুমা  চনন্দগাঁতী ব্যাপারী পাড়া গ্রামের শাহ আলমের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান,প্রত্যেক দিনের ন্যায় স্বাভাবিক ভাবে বাড়িতে কাজ কর্ম করে আসছিল। নিহতের ছেলে শুভ বেলা দুই ঘটি কার সময় স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে তার মার ঘরে ধর্ণার সাথে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। তখন মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পরে পুলিশকে অবহিত করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম বিটিসি নিউজকে জানান, সংবাদ পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.