বেলকুচিতে কৃষকের মাঠ দিবস পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় তেলজাতীয় ক্রপিং প্যাটার্ন সরিষা বোরো পতিত ভিত্তিক সরিষা প্রদর্শনীতে কৃষক মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে আদাচাকী ঈদগাহ মাঠে বেলকুচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেলজাতীয়  ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পরিদর্শন ও আলোচনা সভায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মশিউর রহমান।
তিনি কৃষকদের আধুনিক উচ্চ ফলনশীন জাতের চাষাবাদ এবং সার ব্যবস্থাপনার বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জসীম উদ্দিন,ঢাকা খামার বাড়ি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (DAE), উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল। ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া,কৃষি কর্মকর্তা মিশু আক্তার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.