বেলকুচিতে কাঠাল খেয়ে আপন ভাই-বোনের মৃত্যু (ভিডিও)

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে কাঠাল ও মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। সম্পর্কে আপন ভাই বোন।
তাদের পিতা নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সাথে কাঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন।
তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুই শিশুই অসুস্থ হয়ে পরে।
অসুস্থ শিশুদের খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব স্থানীয় পারিবারিক কবরস্থানে দুই শিশুর লাশ দাফন করা হয়।
তাদের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.