বেলকুচিতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ সৎকারে কমিটি গঠন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ সৎকারে মওলানা ও স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে।

গত ০১ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের, প্রশাসন অনুবিভাগ সূত্র অনুযায়ী বেলকুচি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষে উপজেলা পর্যায়ে লাশ সৎকার কমিটি গঠন করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ সহ ১৬ সদস্যের স্বেচ্ছাসেবী ও  উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা হাবিবুল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউপি/পৌরসভার ৮ জন সদস্যের মওলানা কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যপারে উপজেলা ভাইস চেয়ারম্যান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, এ ধরনের মহামারীরর কবলে আল্লাহ্ যেন কাউকে না ফেলে। তবু যদি এ ধরনের মৃত্যুর ঘটনা বেলকুচিতে ঘটে, তাহলে সরকারের নির্দেশিত বিধিতে লাশ সৎকারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.