বেলকুচিতে করোনায় কিন্ডার গার্টেন চালু রাখায় ভ্রাম্যমানে অর্থদণ্ড 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: করোনা সংক্রমনণ বিধি অমান্য করে কিন্ডার গার্টেন স্কুল চালু রাখায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেশপুরে মডেল কিন্ডার গার্টেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুধু তাই নয় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ স্কুলটি পরিচালনা করতে পারবেনা বলে নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল রোববার (০৪ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রবিন শীষের নেতৃত্বে চলা ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
তিনি জানান,সরকারী ভাবে করোনার বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের শমেশপুর অবস্থিত মডেল কিন্ডার গার্টেন স্কুল চালু করে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে ক্লাস চলছিল।
এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় স্কুলের পরিচালক ইউসুফ আলী পালিয়ে যায়। তখন স্কুলের এক শিক্ষক শহিদুল ইসলামের কাছ থেকে ৪ হাজার পাঁচ শত টাকা জরিমানা ও স্কুলটি সরকারী নিষেধ তুলে না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.