বেলকুচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে “মুজিববর্ষের মুলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইউটিভিং,নারী ও শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে আজ শনিবার (৩১অক্টোবর) সকালে বেলকুচি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।

পুলিশ উপ-পরিদর্শক বাবুল আক্তারের সঞ্চালনায় বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্যে রাখেন বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান,বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার,বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম,দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস,বেলকুচি উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.