বেলকুচিতে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজম্মের ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে সমেশপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক  ড. ফারুক আহাম্মদ।
মুক্তিযুদ্ধের গল্প বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী দেলখোশ আলী প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী আলহাজ্ব সাইদুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  উপ-পরিচালক সিরাজউদ্দৌলা খান, শহিদুল ইসলাম আকন্দ প্রমুখ। পরে এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় মোট ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.