বেলকুচিতে ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের ঈদ সামগ্রী বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বেলকুচি পৌর এলাকার চালা উত্তর পাড়া সাতমাথা এলাকায় ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের আয়োজনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সমাজ সেবক মিজানুর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাওলানা আব্দুল আওয়াল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক আবুল কালাম আজাদ, আবু ইউসুফসহ আরও অনেকে।
এসময় বক্তারা তাদের বক্তৃতায়, দীর্ঘ সিয়াম সাধনার মাসের পর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে ট্রাষ্টের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.