বেলকুচিতে ইসলামি যুব আন্দলন নেতা নুরনবি শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামি যুব আন্দলনের কেন্দ্রিয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ নুরনবি শেখের মুক্তির দাবিতে মানববন্দন ও বিক্ষোভ করেছে ইসলামি আন্দলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জুম্মা নামাজ পর বাহেলা আমান জামে মসজিদ সংলগ্ন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতীস্থ অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেদ বেলকুচি থানা কমিটির সভাপতি মওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আমির মুফতি মহিবুল্লাহ, বেলকুচি থানা সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদিন, বেলকুচি শাখার মুজাহিদ কমিটির সেক্রেটারি শহিদ আমিন, যুব আন্দোলনের সভাপতি মওলানা নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রিয় যুব কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ নুরনবি শেখকে গত সোমবার রাতে ঢাকার ডেমরা থানার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তারা আরও বলেন, তাকে কি কারণে আটক করা হয়েছে আমরা জানিনা। তার নিঃশর্তে মুক্তির দাবি জানাই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.