বেরসিক পুলিশ


নাটোর প্রতিনিধি: বাসর ঘরে যাওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন নব-বিবাহিত যুবক মাসুম বিল্লাহ (৩৬)।গতকাল শনিবার (২৭ নভেম্বর) রাতে বউভাত অনুষ্ঠান শেষে বাসার ঘরে ঢোকার পূর্বমূর্হতে ওয়ারেন্ট ভুক্ত আসামী বরকে গ্রেফতার করে পুলিশ। বিয়ে বাড়ির লোকজনের বরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ সত্বেও পুলিশ মাসুমকে আটক করে।
এলাকাবাসী ঘটনাটি ঘটেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন তিনি।
অবশেষে ২৭ নভেম্বর বিয়ে সম্পন্ন হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু বেরসিক পুলিশ আসামী মাসুম বিল্লাহ্কে গ্রেফতার করার কারণে তার বাসর ঘর করা হয়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন বিটিসি নিউজকে বলেন, নারায়নগঞ্জ জেলার একটি দ্রæত বিচার আইনে ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি।গতকাল  শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.