বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়তে হচ্ছে ইসরায়েলের ক্ষমতা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়তে হচ্ছে ইসরায়েলের ক্ষমতা। আরবদের সহায়তায় জোট সরকার গঠন করতে যাচ্ছেন তাঁর মূল প্রতিপক্ষ বেনি গানৎজ।

গতকাল রবিবার (১৫ মার্চ) ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ৬১ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করেন সাবেক এই সেনা কর্মকর্তা। জোট সরকারের শরিক হিসেবে যুক্ত হচ্ছে আভিগদার লাইবারম্যানের ইসরায়েলি আরব দল বেইতিনু।

একবছরের মধ্যে তিনবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩ আসন থেকে পিছিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

এরমধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি ভিত্তিতে সরকার গঠন করা প্রয়োজন। তাই গানৎজকে প্রথম সুযোগ দেন তিনি। দেশটিতে সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। তবে চলতি মাসেই দুর্নীতি মামলার অভিযোগে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.