বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় নারী-শিশুসহ সাত অনুপ্রবেশকারী আটক

যশোর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় নারী ও শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটককৃতরা হলেন, সাদ্দাম হোসেন (২৮), সাজিয়া আক্তার (২২), আরজিনা (৪০), রহিমা (২৪) ও তিনশিশু। তারা সবাই কুষ্টিয়া, নরাইল ও মোরলগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ নয়কে আটক করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বিটিসি নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইন ১১/সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.