বেনাপোল দিয়ে ভারতে ফিরলেন বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলি

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরে গেছেন সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গতকাল শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরে যান তিনি।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা শেষ করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

এর আগে রীভা গাঙ্গুলি দাশ বেনাপোল চেকপোস্ট পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব তাকে ফুল দিয়ে বিদায় জানান।

গত বছরের ১ মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলে রীভা গাঙ্গুলি দাশ হাই কমিশনার হিসেবে যোগদান করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার দায়িত্বের স্বল্পকালীন সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব রীভা গাঙ্গুলি দাশের বিদায়ের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.