বেনাপোলে ১ কোটি ৮০ লাখ টাকার ১৮ পিস স্বর্ণেরবারসহ আটক-২

বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি স্বর্নেরবার সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা। আটকরা হলো-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে স্বর্নসহ আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বিটিসি নিউজকে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ন পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আকটদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনে জুতার মধ্যে অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্নেরবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। জব্দ করা স্বর্নেরবারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.