বেনাপোলে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২১ আগস্ট) বিকালে তাকে গ্রেফতার করা হয়। লিয়াকত ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুদ করেছে।
এ ধরনের সংবাদে এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিয়াকতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.